রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুমুরিয়ার ধামালিয়ায় শফি মুহাম্মদ খান বেধড়ক মারপিটের শিকার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, নভেম্বর ১০, ২০২৫

ডুমুরিয়ার ধামালিয়ায় শফি মুহাম্মদ খান বেধড়ক মারপিটের শিকার
আজ সকালে খুলনার ডুমুরিয়ার ধামালিয়ায় মরহুম ছাত্তার ব্যাংকারের নামাজে জনাযায় 
গণ রোষে বেদম মারপিটের শিকার  হলেন  শফি মোহাম্মদ খান ওরফে প্যানা শফি। 
 এলাকাবাসী জানায় ধামালিয় ইউনিয়নের  ২ নং ওয়ার্ডে চেচুড়ী হাফিজিয়া মাদ্রাসা মাঠে গাউসুল নামের এক ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায় বিতর্কিত প্রার্থী শফি মোহাম্মদ খান।  শফি মোহাম্মদের  বাবা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেরস ভাইয়ের সামনে তাকে তার বেয়দবির কারনে  মারধোর করেন এলাকার আব্দুল্লাহ মাষ্টার, ফরহাদ হুজুর, সালাম ফকির ও ইলিয়াস মোল্লা। এরা তার অসাদাাচারণের কারনে  তাকে  মেরে কপাল নাক ও মুখ ফুলায়ে দেয়।শফি মোহাম্মদ খান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তার ঘনিষ্ঠজনটা জানান। 
এই বিষয়ে সালাম ফকির ও ইলিয়াস আলী জানান,শফি মোহাম্মদ খান জনসমক্ষে ঔদ্ধত্য আচরণ করেন। সে সবার সামনে ধাক্কাধাক্কি শুরু করে এবং মার মুখি আচরণ করে। মানসম্মান এবং জীবন বাঁচাতে তাকে গণধোলাই দেয়া হয়েছে।
1 Comments